ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

সানি’র বাজারে তহমিনা...

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ১৬ জানুয়ারি ২০১৯  

তহমিনা আফজল (ফাইল ছবি)

তহমিনা আফজল (ফাইল ছবি)

সানি লিওনের বাড়া ভাতে ছাই দিতে তহমিনা আফজল নামের এই লাস্যময়ীই যথেষ্ট।

সানি-প্রেমে মাতোয়ারা দেশে তহমিনা হঠাত্‍‌ দমকা হাওয়া, বলাই যায়।। খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন তহমিনা। সানিকে সমানে সমানে টক্কর দেওয়ার হিম্মত রাখা দুই সন্তানের মা তহমিনা আফজলের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক।

পাকস্তানি তহমিনা শুধু নামী মডেলই নন, দুর্দান্ত সফটবল প্লেয়ারও। মার্কিন যুক্তরাষ্ট্রেই কেটেছে মেয়েবেলা। খেলাধুলোর জন্য নিউ ইয়র্কে স্কলারশিপ পেয়েছেন। ব্যাচেলার ডিগ্রি শেষ করে পুরোপুরি মডেলিং কেরিয়ারকেই বেছে নেন। কয়েকটি মিউজিক ভিডিওতে তহমিনার সাহসী লুকের জেরে দুনিয়াজুড়ে বিতর্কিত। পাকিস্তানেও তুমুল সমালোচনার মুখে পড়ে।

যদিও সেই সব সমালোচনাকে উড়িয়ে ৩০ বছর বয়সি তহমিনার বক্তব্য, 'নিজের সুন্দর শরীরটা দেখিয়ে কারোর তো কোনো ক্ষতি করছি না। আমার সমর্থনে কয়েক হাজার পুরুষ পাশে রয়েছেন। যদিও এটা আমার ধর্মের বিরুদ্ধে। তবে আমার পরিবার আমার পাশে আছে, তাই ভয় পাই না।'

নিউজওয়ান২৪/এনআর